যুক্তরাজ্যে আট তলা থেকে পড়ে গেলো বাংলাদেশি বংশোদ্ভূত শিশু

UK.jpg

আন্তর্জাতিক ডেস্ক ।।

পূর্ব লন্ড‌নের বাঙালিপাড়ায় এক‌টি বহুতল ভব‌নের আট তলা থে‌কে প‌ড়ে গিয়ে চার বছর বয়সী এক‌ শিশু গুরুতর আহত হয়ে‌ছে। সংজ্ঞাহীন অবস্থায় শিশু‌টি‌কে হাসপাতা‌লে নেয়া হ‌য়েছে। শিশু‌টির মা-বাবা দুজ‌নই ব্রিটিশ বাংলা‌দেশি বলে জানা গে‌ছে। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু ক‌রে‌ছে।

স্থানীয় সময় সোমবার বি‌কে‌লে পূর্ব লন্ড‌নের ই ওয়ান এলাকার এক‌টি বহুতল ভব‌নের সাম‌নের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পে‌য়ে সেখানে পু‌লিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতা‌লে নি‌য়ে যায়। লন্ডন সময় রাত তিনটায় অল সেইন্টস ডিএলআর স্টেশ‌নের অদূরে ঘটনাস্থ‌লে গি‌য়ে দেখা যায়, পু‌রো সড়‌কে যান চলাচল বন্ধ ক‌রে ঘটনাস্থল ঘি‌রে রে‌খে‌ছে পুলিশ। কর্তব্যরত একজন পু‌লিশ কর্মকর্তা মিডিয়াকে জানান, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

টাওয়ার হ্যাঘম‌লেটস পু‌লি‌শের পক্ষ থে‌কে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের পু‌লি‌শ‌কে quoting ref CAD 6419/27 রেফা‌রে‌ন্সে তথ্য দি‌য়ে সহায়তার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top