ভারত জরুরী ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে

Rita-India.jpeg

আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেছেন: এখন জরুরী ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দেয়া হচ্ছে। খুব শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

গতকাল (আগস্ট )সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি তথ্য জানান। তিনি বলেন, সম্পর্কের ধারাবাহিকতায় আন্তরিক ও দৃঢ় রয়েছে তার দেশ উল্লেখ করে জানান, রুটিন প্রটোকল আপডেট হয়েছে এসওপি বাস্তবায়ন পরীক্ষামূলক পর্যায়ে আছে। সামনের দিনগুলোতে বাণিজ্য আরো বাড়ার আশাবাদ হাইকমিশনারের।

তিনি আরও বলেন, কোভিডের মধ্যেও অনেক ভালোভাবে কাজ এগিয়ে নেয়া হয়েছে। অনেক এগ্রিমেন্ট সাইন হয়েছে, অনেক প্রকল্পও চালু আছে।

এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সুস্থ ও সবল সম্পর্ক রয়েছে। নৌ মন্ত্রণালয়ের কিছু প্রটোকল সংশোধন করার পর্যায়ে আছে।প্রধানমন্ত্রীর সফরে স্বাক্ষরিত এসওপি আছে, সেটা নিয়ে কাজ চলছে। অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top