প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

Itali-PM.jpg

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ।।

সব কিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটিই হবে বাংলাদেশের মাটিতে ইতালির কোনো প্রধানমন্ত্রী কর্তৃক প্রথম সফর। এর আগে বাংলাদেশের সরকারপ্রধান একাধিকবার রোম সফর করলেও, এটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার এক অনন্য অধ্যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, জর্জিয়া মেলোনির সফর নিয়ে উভয়পক্ষ কাজ করছে। সফরটি সফল হলে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতির আশা করা হচ্ছে। পাশাপাশি টেক্সটাইল, প্রতিরক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন রুখতে জোরালো অবস্থান নিয়ে ইতালির ক্ষমতায় আসেন মেলোনি। তার সরকারের সময়েই বৈধ অভিবাসন ব্যবস্থা চালু রাখতে গৃহীত পদক্ষেপগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরকালে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, যা বৈধ অভিবাসনের সুযোগ প্রসারিত করতে পারে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, পিয়ান্তেদোসির সফরেই জর্জিয়া মেলোনির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা হয় এবং রোমের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

এই সফর শুধু কূটনৈতিক বন্ধনকে দৃঢ় করবে না, বরং শ্রমবাজার, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি করবে-এমনটাই আশা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top