চাপরাশির হাট ইসমাইল কলেজ : প্রতিষ্ঠার ইতিহাস

caprashirhat-ismail-college.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

চাপরাশির হাট ইসমাইল ডিগ্রী কলেজ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পূর্বপ্রান্তে জেলা শহর মাইজদী থেকে ২২ কিঃমিঃ পূর্ব দক্ষিণে ৫নং চাপরাশির হাট ইউনিয়নে চাপরাশির হাট পশ্চিম বাজারের এক মনোরম পরিবেশে অবস্থিত । ১৯৯৫ সালে চাপরাশির হাট ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আবু তাহের চৌধুরী বেদু মিয়ার নেতৃত্বে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় চাপরাশির হাট হাই স্কুলের সাথে একাদশ শ্রেণীতে ভর্তির অনুমতির মধ্য দিয়ে চাপরাশির হাট হাইস্কুল ও কলেজ হিসাবে আত্নপ্রকাশ করে ।

পরবর্তীতে ছাএ-ছাএীদের পড়াশুনার সুবিধার কথা ও কলেজের নিজস্ব মর্যাদার কথা চিন্তা করে ১৯৯৯ সালের শেষের দিকে চাপরাশির হাট হাইস্কুল থেকে পৃথক হয়ে প্রতিষ্ঠানটি চাপরাশির হাট কলেজ রুপে পূর্ণাঙ্গতা লাভ করে ।

নিজস্ব কলেজ হিসাবে আত্নপ্রকাশের সাথে সাথে বিভিন্ন সমস্যা ও আর্থিক দৈন্যতা কলেজটিকে ঘিরে রাখে । সে সকল সমস্যা সমাধান করা তৎকালীন পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর পক্ষে সম্ভব নয় বিধায় কলেজের এই আর্থিক দৈন্যতা নিরসনসহ প্রাতিষ্ঠানিক স্বচ্ছলতা নিশ্চিত করনে এবং যোগ্য অভিভাবকত্বের অপরিহার্য আবশ্যকতা দেখা দেয়। সে সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বর্তামনে সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইলের স্মরণাপন্ন হন এলাকাবাসী। মোহাম্মদ ইসমাইল একজন শিক্ষানুরাগী মানুষ। ইতিপূর্বে তিনি নিজ গ্রামে বাবার নামে হাই স্কুল  করেছেন। এছাড়াও কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছেন। এলাকার মরুব্বীদের আবদার তিনি পেলতে পারেননি।  জমি ও আর্থিক অনুদান দিয়ে চাপরাশির হাট কলেজকে এগিয়ে নিতে কাজ শুরু করেন।

২০০৪ সালের শেষের দিকে কলেজটি চাপরাশির হাট ইসমাইল কলেজ নামে আরও একবার নিজস্ব বৈশিষ্টের সমৃদ্ধ হয় । এরপর থেকে কলেজটি নিজস্ব মর্যাদা নিয়ে পড়ালেখার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে । কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইসমাইল সাহেবের সার্বিক তও্বাবধানে কলেজের শিক্ষকরা যত্নসহকারে ছাএ-ছাএীদের পাঠদান করে যাচ্ছে । যা অন্যান্য কলেজ থেকে সম্পূর্ণ আলাদা ।

পরবর্তীতে অএ এলাকার ছাএ-ছাএীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় এবং এলাকাবাসী ডিগ্রী কোর্স প্রবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করার ফলে ২০১২ সালের ২ এপ্রিল কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী কোর্সের অধিভূক্ত লাভ করে । উচ্চ শিক্ষার প্রসারে যা এই অজ-পাড়া গাঁয়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ।

বর্তমানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে আছেন নোয়াখালী ৪(সদর,সুবর্নচর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরীর সহধর্মিণী ও কবিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মিসেস কামরুন নাহার শিউলি।

চাপরাশির হাট ইসমাইল কলেজের অধ্যক্ষের দায়িত্বে আছেন সাবেক ছাত্রনেতা তীক্ষ্ম বুদ্ধিসম্পূর্ন রজনৈতিক সচেতন মানবিক মানুষ মোহাম্মদ আবুল বাসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top