ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটনের মৃত্যুতে ইউরোপিয়ান আ.লীগের শোক

France.jpg

নোয়াখালী মেইল অনলাইন ডেস্ক ।।

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটনের মৃত্যুতে শোক জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান যৌথ শোক বিবৃতিতে লিটনের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার মাগফেরাত কামনা করেন। যৌথ শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, লিটনের মৃত্যুতে ফ্রান্স আ.লীগ একজন বিশ্বস্ত কর্মীকে হারালো। লিটনের মৃত্যুতে ইউরোপে আ.লীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইউরোপের বিভিন্ন দেশের আ.লীগ নেতাদের মধ্যে আরও শোক জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জার্মান আ.লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, নেদারল্যান্ড আ.লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন ও সাধারণ সম্পাদক মুরাদ খান, ফ্রান্স আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান, বেলজিয়াম আ.লীগের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, পর্তুগাল আ.লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইজারল্যান্ড আ.লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, স্পেন আ.লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মো. রিজভি আলম, ডেনমার্ক আ.লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, গ্রিস আ.লীগের সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, অস্ট্রিয়া আ.লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক সাইফুল কবির, নরওয়ে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব ইকবাল আহমেদ, মাল্টা আ.লীগের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য,  ১১ জুলাই শুক্রবার রাত দুইটার দিকে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top