প্রবাসী ডেস্ক ।।
করোনা সংকটকালীন সময়ে কোম্পানীগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন ও সফল করতে কোম্পানীগঞ্জবাসীর স্থানীয় অভিভাবক ৪ লক্ষ মানুষের প্রাণের নেতা, অতি আপনজন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আগামী ৯ আগস্ট, রবিবার এক ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করবে।
ভার্চুয়াল মতবিনিময় সভাটি আগামী ৯ আগস্ট ২০২০ বাংলাদেশ সময় সন্ধা ৭ টায়, আমেরিকা সময় সকাল ৯ টায়, ইউরোপ সময় বিকাল ৩ টায়, সৌদিআরব সময় বিকাল ৪ টায়, আরব-আমিরাত সময় বিকাল ৫ টায় দেখা যাবে। ভার্চুয়াল মতবিনিময় সভার লিংক শীঘ্রই সবাইকে জানিয়ে দেয়া হবে বলে সামাজিক মিডিয়ায় ফাউন্ডেশনের সেক্রেটারী আবদুল কাইয়ুম মামুন জানিয়েছে।
ফাউন্ডেশনের সেক্রেটারী আবদুল কাইয়ুম মামুন পোস্টে আরো জানিয়েছেন, নির্ধারিত সময় ও তারিখে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ ও কার্য়করী পরিষদের সকল সদস্যদের সংযুক্ত থাকার জন্য।
এছাড়াও অবগতির জন্য বিনীতভাবে অনুরোধ জানান ফাউন্ডেশনের সভাপতি-ফখরু উদ্দিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি- শওকত হায়াত খান বিপ্লব, সাধারণ সম্পাদক -আবদুল কাইয়ুম মামুন, সাংগঠনিক সম্পাদক – শামছুদ্দোহা সোহেল।