প্রবাসী ডেস্ক ।।
করোনা সংকটকালীন সময়ে কোম্পানীগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন ও সফল করতে কোম্পানীগঞ্জবাসীর স্থানীয় অভিভাবক ৪ লক্ষ মানুষের প্রাণের নেতা, অতি আপনজন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আজ ৯ আগস্ট ২০২০, রবিবার এক ভার্চুয়াল মতবিনিময় সভার সময় নির্ধারিত থাকলে অজানা কারনে ভার্চুয়াল মতবিনিময় সভাটি হয়নি ।
ফাউন্ডেশনের সেক্রেটারী ইটালী প্রবাসী আবদুল কাইয়ুম মামুন তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছিলেন, আজ ৯ আগস্ট ২০২০ রোববার বাংলাদেশ সময় সন্ধা ৭ টায়, আমেরিকা সময় সকাল ৯ টায়, ইউরোপ সময় বিকাল ৩ টায়, সৌদিআরব সময় বিকাল ৪ টায়, আরব-আমিরাত সময় বিকাল ৫ টায় ভার্চুয়াল মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে বলে জানান। একই পোস্ট আজ সকালে আবারো করেন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের আজ ৯ আগস্ট ২০২০, রবিবার নির্ধারিত সময়ে ভার্চুয়াল মতবিনিময় সভাটি না হওয়ায় নোয়াখালী মেইল পত্রিকার পক্ষ থেকে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পরে ফাউন্ডেশনের সভাপতি ফখরু উদ্দিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি-শওকত হায়াত খান বিপ্লব, সাধারণ সম্পাদক -আবদুল কাইয়ুম মামুন-এর ফেইজবুক আইডির ম্যাসেন্জারে বার বার ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে মেয়র মহোদয়ের ব্যক্তিগত ব্যস্ততায় ভার্চুয়াল মতবিনিময় সভাটি স্থগিত হয়েছে।