সভাপতি এম এ কাশেম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
আন্তর্জাতিক ডেস্ক ।।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুর পর সহ সভাপতি এম এ কাশেম ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খানের (লিটন) মৃত্যুর পর যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন (কয়েছ) ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন। তবে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম এ কাশেমকে সভাপতি ও দিলওয়ার হোসেন কয়েছকে ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এম এ কাশেমকে সভাপতি ও দিলওয়ার হোসেন কয়েছ সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত দুজন তাদের প্রতিক্রিয়ায় বলেন, আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালনের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা দুজন কাজ করবেন। এ সময় দলের মূল দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।