প্রবাসীদের রেমিট্যান্সে অর্থনীতিতে সুবাতাস

tk-20230409044634.jpg

নোয়াখালী মেইল ডেস্ক ।।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বাভাবিকের তুলনায় প্রবাসী আয় বেড়ে যায়। এবারের রমজানেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েই চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে ২০২২ সালের মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে সাড়ে ৮ শতাংশ।

চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৪৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। দৈনিক গড় হিসেবে এসেছে ৬ কোটি ৮১ লাখ ডলার। রোববার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মার্চের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৭৬ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৪৭ কোটি ৬৯ লাখ ডলার)। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। যা আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top