বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ।
প্রবাস ডেস্ক ।।
করোনা সংকটকালীন সময়ে কোম্পানীগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়ন ও সফল করতে কোম্পানীগঞ্জবাসীর স্থানীয় অভিভাবক ৪ লক্ষ মানুষের প্রাণের নেতা, অতি আপনজন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আগামী ১৬ আগস্ট রবিবার বালাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভার্চুয়াল মতবিনিময় সভার নতুন সময় নির্ধারিত হয়েছে। গত ৯ আগস্ট রোববার পূর্ব নির্ধারিত সময় থাকলেও অজানা কারনে ভার্চুয়াল মতবিনিময় সভাটি হয়নি ।
সংংগঠন সূত্রে জানা গেছে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের ট্রাস্টী প্রধান সাবেক ছাত্রনেতা আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন মেয়রের সাথে আলোচনা করে নতুনভাবে এই সময় নির্ধারণ করেন।
কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের ফেইসবুক পেইজে সংগনের প্রচার সম্পাদক গোলাম মাওলা লিখেছেন, বসুরহাট পৌরসভার মেয়র জনাব আবদুল কাদের মির্জা ভাইয়ের সাথে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের ট্রাস্টী বোর্ড, উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভা আগামী ১৬ আগস্ট রবিবার বাংলাদেশ সময় রাত ৭:৩০ মিনিটে নির্ধারণণ করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।