লক্ষ্মীপুরে করোনার মধ্যে ভাইরাস জ্বরে আক্রান্ত অনেক পরিবার

রিয়াজ মাহমুদ বিনু; লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুররে রামগতি-কমলনগর উপজলোর বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণের মধ্যে অনেক বাড়ীতে ভাইরাস ফিভার বা ভাইরাস জ্বর দেখা দিয়েছে। তবে কতজন জ্বরে আক্রান্ত হয়েছেন তার সঠিক পরিসংখ্যান নেই দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসে। যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা সেবা নিতে আসছেন বলে হাসপাতাল সূত্র জানায়। আবার কেউ কেউ এ সিজনাল ফিভারকে করোনা হিসেবেও সন্দেহ করছেন বলে জানাগেছে।

জ্বরের লক্ষণ হলো- মাথা ব্যথা, শরীর ও হাত-পা ব্যথা। জ্বর প্রায় ১০২ থেকে ১০৩ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। খাবারে অরুচি ও ক্ষুধা মন্দাসহ শরীর ম্যাজম্যাজ করা দেখা দেয়। অনেক পরিবার ঘরে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। তবে এ জ্বর তিন থেকে পাঁচদিনের মধ্যেই ভালো হচ্ছে বলে জানা গেছে।

কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসন্দিা নুরুল ইসলাম ও তার স্ত্রী লায়লা পারভীন জানান, গত এক সপ্তাহ ধরে আমরা বাড়িতে স্বামী-স্ত্রী জ্বরে ভুগছি। ডাক্তারকে দেখিয়ে অ্যান্টিবায়োটিকসহ জ্বরের ঔষুধ খেয়ে এখন কিছুটা সুস্থ্য।

রামগতি উপজেলার চরবাদাম এলাকার ইলিয়াস বলেন তিনি তিনদিন ধরে জরে আক্রান্ত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন। তার ঘরের নারী শিশু সহ ৩ জন আক্রান্ত।

এছাড়াও চর বাদামের আবদুল কাদের জানান আমি আজ দুইদিন আমার পরিবারের চার সদস্যকে নিয়ে জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছি।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে ক্রমেই বাড়ছে। প্রতিদিন এ রোগে চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালেও ভর্তি হচ্ছেন অনেক রোগী। তবে করোনা মনে হলেও সাধারণ ভাইরাস জ্বরে এসব রোগী হাসপাতালের চিকিৎসা নিয়ে দ্রুতই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন।

গরম বেশি হওয়ায় এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান। এ জ্বরটিও ছোঁয়াচে হওয়ায় এক বাড়িতে আক্রান্ত হলে অন্য সদস্যদেরও জ্বর আসতে পারে।

রামগতি উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম জানান, জ্বর-সর্দি-কাশি এটি আগেও ছিল, এখনও আছে। সব জ্বর যে করোনা হবে, তা নয়। এখন সিজনাল জ্বর অনেক পরিবারে হচ্ছে। করোনা সংক্রমণের হার এ জেলায় বেশি হলেও এখন ভাইরাস জ্বরের প্রকোপটা বাড়ছে। তবে চিন্তিত হওয়ার কিছু নেই।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম রাজীব বলেন বর্তমান সময়ে জ্বরের রোগির সংখ্যা প্রকট আকার ধারন করছে। তবে এই ধরনের রোগি সুস্থ হচ্ছে। এই নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top