সাহাবুদ্দিন হাসপাতালে অনুমোদনহীন কিট, সহকারী পরিচালক আটক

sahauddin-mm.jpg

সংগৃহীত ছবি

নগর প্রতিবেদক।।

করোনাভাইরাসের র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি টেস্ট নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার।
গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাব। রাজধানী গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানের পর হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৯ জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান চলাকালীন সারোয়ার আলম বলেন, করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না থাকলেও সাহাবুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তা করেছে। টাকা নিয়েছে ৩ থেকে ১০ হাজার পর্যন্ত। এছাড়াও সাহাবুদ্দিন হাসপাতালকে টেস্ট করাতে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তার কর্ণপাত করেনি।

তাছাড়া তাদের কাছে অনুমোদনহীন বিভিন্ন ধরনের কিট পাওয়া গেছে। সেগুলোও জব্দ করা হয়েছে। অভিযান এখনো চলছে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top