রিয়াজ মাহমুদ বিনু ,(লক্ষ্মীপুর) ।।
লক্ষ্মীপুরের রামগতিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যান্সার প্রতিরোধক সারভারিক্স টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে রামগতির ১৬০৪০ জন নারীকে এ টিকা দেওয়া হবে। বিদ্যালয় বহির্ভুত ও বিদ্যালয়ের ১০-১৪ বছরের কিশোরী এবং পঞ্চম ও সমমনা বিদ্যালয়ের সকল ছাত্রীদের ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, এসময় উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামনাশীষ মজুমদার, উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ জাহান, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার হোসনে, উপজেলা শিক্ষা অফিসার রূপাঞ্জলি কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ্জামান, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার জানান, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচচ কারণ জরায়ু মুখের ক্যান্সার। শুধু একডোজ এইচপিভি টিকা নেওয়ার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব। সরকারি ভাবে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকা দান চলবে। একইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান চালু থাকবে। এই টিকায় ক্ষতিকারক কো পার্স্ব প্রতিক্রিয়া নেই। মোট ১৬০৪০ জন ছাত্রী এই টিকা নেওয়ার সুযোগ থাকবে।