জাতীয় শোক দিবসে উই ফর ইউর রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি

received_1166035430434918.jpeg

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউর সহযোগীতায় এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ঘটিকায় উপজেলা কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌরমেয়র জনাব আব্দুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল হক মীর, সহকারী ভূমি কর্মকর্তা জনাব সুকমা চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

উই ফর ইউর প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম হিমেল, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইবরাহীম সায়েম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বুরহান উদ্দিন মুজাক্কির, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদ আল জাবেদ, উপজেলা ক্যাম্পেই সম্পাদক এ.এইচ ফুটন, সদস্য আকাশ মাঝি, ছায়েদ মাহমুদ শুভ সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top