৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস এবং ৫-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ পালিত হবে

ee.jpg

ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক।।

এ বছর অক্টোবর মাসের ১ম সোমবার ৫ অক্টোবর হওয়ায় ৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস এবং ৫-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ-২০২০ পালন করা হবে। বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

এবছরে বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য : ‘‘শিশুর সাথে শিশুর তরে-বিশ্ব গড়ি নতুন করে’’।

জাতীয় কন্যা শিশু দিবস, ২০২০ জেলা ও উপজেলা পর্যায়ে যথারীতি ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে যথাযথভাবে উদযাপিত হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ এর অনুষ্ঠানের সাথে সমন্বয়ক্রমে ঢাকায় জাতীয় কন্যা শিশু দিবস আগামী ৬ অক্টোবর, ২০২০ তারিখে উদযাপন করা হবে। এবছরে কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য : ‘‘আমরা সবাই সোচ্চার-বিশ্ব হবে সমতার’’।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিসহ দেশব্যাপি নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর সপ্তাহব্যাপি শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে বিষয় ভিত্তিক কর্মসূচি অনলাইনে পালন করা হবে। চলমান কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যঝুকিঁ বিবেচনায় শিশু অধিকার সপ্তাহের সকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top