করোনায় জাতিসংঘের অধিবেশন বসবে ভার্চুয়াল মাধ্যমে

image-132719-1600556333bdjournal.jpg

আন্তর্জাতিক ডেস্ক ।।

করোনা সংক্রমণ রোধে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আগামীকাল সোমবার থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের যে বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে এই প্রথমবারের মত তা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এ বছর জাতিসংঘে ৩০ সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের অধিবেশনসহ ৮০ টিরও বেশি ভার্চুয়াল বৈঠক হবে যেগুলোতে করোনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। সম্মিলিতভাবে এর আয়োজন করছেন জাতিসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা।

এতে ভবিষ্যতে এই টীকা সকলের নাগালের এবং সামর্থের মধ্যে নিয়ে আসার বিষয়টি ছাড়াও এই বৈশ্বিক মহামারিতে সমন্বিতভাবে সাড়া দেয়ার বিষয়টিও উঠে আসবে।

বিভিন্ন অনুষ্ঠানে জলবায়ুর বিষয়ে ব্যবস্থা গ্রহণের ব্যাপারটাও উঠে আসবে, যার মধ্যে রয়েছে ২৪ সেপ্টেম্বর একটি গোল টেবিল আলোচনা এবং পরের সপ্তাহে জৈব-বৈচিত্রের উপর একটি শীর্ষ বৈঠক হবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন নেতা যে এই উপলক্ষে নিউ ইয়র্কে এসে ব্যক্তিগতভাবে পরস্পরের সঙ্গে কথা বলেন সে সুযোগ এবারের অধিবেশনে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top