মুক্তির ৫০ বছর পূর্তি হলো ‘ওরা ১১ জন’

11-jan.jpg

 বিনোদন ডেস্ক ।।

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। চলচ্চিত্রটি মুক্তির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ আগস্ট)। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি এখন চ্যানেল আই আর্কাইভে অন্তর্ভূক্ত। এটি মুক্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে এদিন (১১ আগস্ট) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চ্যানেল আই’।

সকাল ৭টা ৩০ মিনিটে নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বিশিষ্ট নির্মাতা, লেখক এবং নাট্যকার অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য। দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় থাকছে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তারকাকথন-এর বিশেষ পর্ব। দুপুর ১টা ২০ মিনিটে নিয়মিত আয়োজন ‘এবং সিনেমার গান’-এ প্রচার হবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের গান। দুপুর ৩টা ৩০ মিনিটে দেখা যাবে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। এর পরই প্রচার হবে চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী চিত্রনায়িকা নূতনের অংশগ্রহণে আবদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top