বিনোদন ডেস্ক ।।
টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় বৈশাখী টিভিতে ঈদুল আজহার ধারাবাহিক নাটক ধান্দা বাবা। আকাশ রঞ্জন এই ধারাবাহিক প্রসঙ্গে মিডিয়াকে বলেন, আমাদের সমাজের বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এই নাটকে এমনই একটি অসঙ্গতি তুলে ধরেছি। যার পূর্ণাঙ্গ রূপদান করতে পেরেছেন মীর সাব্বির।
তিনি বলেন, ‘আমাদের সমাজে ভন্ড প্রকৃতির লোকেরা গেট আপ নিয়ে বাবা সেজে মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণার জাল বিছিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দেয়। কথায় আছে বাবার বাবা আছে। কে সেই অদৃশ্য বাবা, এই বাবাদের চরিত্র কেমন?’ নির্মাতা বললেন জানতে হলে চোখ রাখুন বৈশাখী টিভিতে ঈদুল আজহার অনুষ্ঠানমালায়।
৭ পর্বের এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়াও রয়েছেন ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, মুকুল সিরাজ,নুরে আলম নয়ন, আব্দুল্লাহ রানা,নিশাদ,অবিদ রেহান,আমিন আজাদ সহ আরো অনেকে। প্রচারিত শুরু হবে ঈদের দিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিট থেকে।