বিনোদন প্রতিবেদক।।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আবারও ছবি তৈরি করছেন পরিচালক সাফিউদ্দিন সাফি। নতুন এই সিনেমায় ঢালিউডের চকলেট বয় শাকিব খানকে দেখা যাবে নতুন লুকে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমনকি সিনেমার নামও ঠিক হয়নি। শুধু প্রযোজক ও নায়কের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে পরিচালকের। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি তৈরি হবে বলে জানিয়েছেন দক্ষ ও জনপ্রিয় নির্মাতা সাফিউদ্দিন সাফি।
তিনি বলেন, ‘মৌখিকভাবে ছবিটি নিয়ে প্রযোজক ও নায়কের সঙ্গে আলোচনা হয়েছে আমার। এখনও কিছু চূড়ান্ত হয়নি। তাই এই মুহূর্তে আমার পক্ষে ছবিটি নিয়ে কিছু বলা উচিত হবে না।’
এদিকে ‘ওয়ার্নিং’, ‘বসগিরি’, ‘বসগিরি ২’- এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়ে এরইমধ্যে প্রশংসিত প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টপি খান। তার ‘বসগিরি’ ছবিতে নায়িকা হয়েই ২০১৬ সালে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন নায়িকা বুবলি। সেই প্রযোজক এবার প্রস্তুত নতুন সিনেমার জন্য।
তিনি জানিয়েছেন, নাম ঠিক না হওয়া তার নতুন ছবিতে নায়ক হিসেবে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আরিয়ানা ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করবেন দক্ষ ও জনপ্রিয় নির্মাতা সাফিউদ্দিন সাফি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি হয়ে আসছেন সাফি-শাকিব।
সর্বশেষ এই জুটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটি উপহার দিয়েছেন। সেখানে শাকিবের বিপরীতে ছিলেন জয়া আহসান। খুব বেশি ব্যবসায়িক সাফল্য না পেলেও এ ছবি আলোচনায় ছিল। আবারও তারা এক হয়ে আসছেন টপি খানের প্রযোজনায়।
প্রযোজক টপি বলেন, ‘অনেক আগে থেকেই দেশের সেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি ছবির পরিকল্পনা চলছিল। বেশকিছু কাজ গুছিয়েও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সব বন্ধ রাখতে হলো। আবারও সব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেখে সিনেমাটি শুরু করতে যাচ্ছি। শাকিব খানের সঙ্গে কিছু মিটিং হয়েছে। তার অনেক পরামর্শও রয়েছে ছবিটির ব্যাপারে। তার এই আন্তরিকতা দেখেই দ্রুত কাজটি শুরু করতে চাইছি।’
তিনি বলেন, ‘এ ছবির গল্প লিখছেন নন্দিত চিত্রনাট্যকার মাসুম রেজা। সম্পূর্ণই মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হবে। এখানে শাকিব খানের লুক, চরিত্র সবই নতুন। যা দর্শককে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। সেইসঙ্গে সাফিউদ্দিন সাফি ইন্ডাস্ট্রির একজন সফল নির্মাতা। শাকিব খানের সঙ্গে তার কাজের বোঝাপড়াও বেশ ভালো। সবকিছু মিলিয়ে আশা করছি দারুণ কিছু হবে।’
তিনি আরও জানান, ছবিটিতে দুইজন নায়িকাকে দেখা যাবে। কে হবেন সে দুই নায়িকা তা এখনও চূড়ান্ত নয়। তবে প্রযোজক চাইছেন এ ছবির মাধ্যমে দুজন নতুন মুখ ইন্ডাস্ট্রিকে উপহার দিতে। সেটি সম্ভব না হলে এখানে একজন নায়িকা হিসেবে দেশের সেরা কোনো নায়িকাকে দেখা যেতে পারে। আগামী সপ্তাহেই চূড়ান্ত চিত্রনাট্য হাতে নিয়ে জমকালো আয়োজনে ছবির নাম ও বিস্তারিত তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছেন টপি খান।