নোয়াখালীতে ১৬ দলের ৩৮ প্রার্থী, স্বতন্ত্র ১৭

122.jpg

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালীর ছয় আসনে ১৬টি রাজনৈতিক দলের ৩৮জন এবং স্বতন্ত্র ১৭জনসহ মোট ৫৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় প্রার্থীদের মধ্যে, আওয়ামী লীগের ছয়জন, জাতীয় পার্টির পাঁচজন, জাসদের পাঁচজন, সাংস্কৃতিক মুক্তিজোটের পাঁচজন, জাকের পার্টির চারজন ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের তিনজন প্রার্থী রয়েছেন।

এছাড়া একজন করে প্রার্থী দেওয়া দলগুলো হচ্ছে,গণফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তরিকত ফেডারেশন, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি ও এনপিপি।

অন্যদিকে নোয়াখালীর পাঁচ আসনে ১৭ জন আওয়ামী লীগ নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ সেক্রেটারী ওবায়দুল কাদের এর প্রার্থীর বিরুদ্ধে দলীয় কোন স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেন নি ।

জেলা প্রশাসন সূত্র জানায়, সর্বশেষ প্রার্থী তালিকায় নোয়াখালী-১ আসনে ১১ জন, নোয়াখালী-২ আসনে ১৩ জন, নোয়াখালী-৩ আসনে ১১ জন, নোয়াখালী-৪ আসনে নয়জন, নোয়াখালী-৫ আসনে পাঁচজন ও নোয়াখালী-৬ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ), মো. খোরশেদ আলম (গণফ্রন্ট), হারুন অর রশিদ (জাসদ), মো. শাহ আলম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. মমিনুল ইসলাম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), একেএম সেলিম ভুইয়া (তরিকত ফেডারেশন), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), মো. তুষার (স্বতন্ত্র), মো. মোশারফ হোসেন (জাকের পার্টি), খন্দকার রুহুল আমিন (স্বতন্ত্র) ও আবু নাছের ওয়াহেদ ফারুক (বাংলাদেশ কংগ্রেস)।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে মোরশেদ আলম (আওয়ামী লীগ), নাইমুল আহসান (জাসদ), এটিএম হোসেন হায়দার (জাকের পার্টি), মো. শিহাব উদ্দিন (স্বতন্ত্র), মোহাম্মদ আবুল কালাম আজাদ (বিএনএফ), রবিউল হোসাইন (বাংলাদেশ মুক্তিজোট),  আবু জাফর টিপু (স্বতন্ত্র), এস এম জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), জাহাঙ্গীর হোসেন বাবর (স্বতন্ত্র), তালেবুজ্জামান (জাতীয় পার্টি), আবদুস সাত্তার (স্বতন্ত্র), কাজী সরওয়ার আলম (কল্যাণ পার্টি) ও মো. আতাউর রহমান ভুইয়া মানিক (স্বতন্ত্র)।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মো. মামুনুর রশীদ কিরন (আওয়ামী লীগ), মহিউদ্দিন (বাংলাদেশের সাম্যবাদী দল), ফজলে এলাহী সোহাগ (জাতীয় পার্টি), মুহাম্মদ বাহার উদ্দিন (জাকের পার্টি), জয়নাল আবদীন (জাসদ), মিনহাজ আহমেদ (স্বতন্ত্র), আক্তার হোসেন (স্বতন্ত্র), ডা. এবিএম জাফর উল্যা (স্বতন্ত্র), আবুল কাশেম (স্বতন্ত্র), মো. সুমন আল হোসাইন ভূইয়া (সাংস্কৃতিক মুক্তিজোট) ও মো. মনিরুল ইসলাম (স্বতন্ত্র)।

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ), আবদুল মন্নান (বিকল্পধারা বাংলাদেশ), মো. শিহাব উদ্দিন শাহীন (স্বতন্ত্র), মো. সোহরাব উদ্দিন (জাকের পার্টি), এস এম রহিম উল্যাহ (জাসদ), মোবারক হোসেন আজাদ (জাতীয় পার্টি), সরওয়ার ই দীন (গণতন্ত্রী পার্টি), মোহাম্মদ আবদুল আলীম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ) ও মো. জিহাদ চৌধুরী (সাংস্কৃতিক মুক্তিজোট)।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ওবায়দুল কাদের (আওয়ামী লীগ), মোহাম্মদ মকছুদের রহমান (জাসদ), মোহাম্মদ শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), খাজা তানভীর আহমেদ (জাতীয় পার্টি) ও শাকিল মাহমুদ চৌধুরী (সাংস্কৃতিক মুক্তিজোট)।

নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), আয়েশা ফেরদাউস (স্বতন্ত্র), মুশফিকুর রহমান (জাতীয় পার্টি), মোহাম্মদ মোজাম্মেল হক (সাংস্কৃতিক মুক্তিজোট), মো. আমীরুল ইসলাম (স্বতন্ত্র) ও তারিকুল ইসলাম (এনপিপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top