নগর প্রতিবেদক ।।
মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান তিনি।
প্রসঙ্গত, হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মৃত্যুর পর এখন শূন্য রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদটি।
অ্যাডভোকেট মাহবুবে আলম দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেল। তিনি ১১ বছর ৮ মাস ১৪ দিন এ দায়িত্ব সামলান। তার মৃত্যুর পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাজটি স্বাভাবিকভাবেই চালিয়ে যাচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।