জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

Nusrat-Fariya-nm24.jpg

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফাইল ছবি

মেইল বিনোদন ডেস্ক ।।

আজ ২০ মে মঙ্গলবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করে। গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন তিনি।

এর আগে গত ১৯ মে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গ্রেপ্তারের পর থেকেই তার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

১৮ মে রবিবার দুপুরে থাইল্যান্ডে ভ্রমণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটিতে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা এবং জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে “বিব্রতকর” বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনেক সাংস্কৃতিক ও শোবিজ ব্যক্তিত্বও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন।

আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। এরপর তিনি দেশ-বিদেশে বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top