ঢাকা-১৮ আসনে প্রার্থী হচ্ছেন না লাকি

Lakhi.jpg

লাকি আক্তার

নগর প্রতিবেদক।।

গণজাগরন মঞ্চের শ্লোগান কন্যাখ্যাত লাকি আক্তার আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন।   ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লাকি আক্তারের সংসদ সদস্য পদে প্রার্থিতার গুঞ্জন শোনা গেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নিজেই মিডিয়াকে সাপ জানিয়ে দিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। তিনি ঢাকা-১৮ আসনের এমপি ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনে এখন উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, লাকির সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলা হলেও তিনি দাঁড়াবেন না। জানতে চাইলে লাকি বলেন, ‘ঢাকা-১৮ আসনে এমপি প্রার্থী হওয়ার জন্য বন্ধুবান্ধবদের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে। কিন্তু আমার কোনও আগ্রহ নেই। এক প্রশ্নের জবাবে লাকি জানান, তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এটা নিশ্চিত।’

২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে ‘স্লোগান কন্যা’ হিসেবে ব্যাপক পরিচিতি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তখনকার শিক্ষার্থী লাকি আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top