নারায়নগঞ্জ প্রতিনিধি ।।
বাণিজ্যিক রাজধানী নারায়নগঞ্জে বসবাসরত নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন `বৃহত্তর নোয়াখালী সমিতি-নারায়নগঞ্জ’ শুক্রবার (১১ সেপ্টেম্বর) জরুরি সভা সমিতির নিজ কার্যালয়ে সমিতির সভাপতি হোসাইন আহমেদ সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
করোনাকালীন সময়ের সমস্যাসহ সভায় সমিতির সার্বিক বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। করোনা মহামারীতে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান উপদেষ্টা পরিষদের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হক। শত ব্যস্ততা আর প্রতিকূলতার মাঝেও প্রাণের সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপদেষ্টা পরিষদের সদস্য লিটন চন্দ্র পালসহ অনন্য সদস্যবৃন্দ ।
এ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জন্য এগিয়ে আসা সকল ডোনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সমিতির অর্থ সম্পাদক মাইন উদ্দিন মুন্না। আগামী সভায় সমিতির আর্থিক উন্নয়নের জন্য উন্মুক্ত আলোচনার প্রস্তাব করেন সমিতির সভাপতি জনাব হোসাইন আহমেদ সবুজ। উপদেষ্টা পরিষদের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হক এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমিতির সভা সমাপ্তি করা হয়।