বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম এর বর্ধিত সভা, দোয়া ও মিলাদ

bnpp-1.jpg

নগর প্রতিবেদক ।।

ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম এর বর্ধিত সভা গত ১৬ জনু বৃহস্প্রতিবার নয়াপল্টন অনুষ্ঠিত হয়। সভায় জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনায় বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নেতৃবৃন্দ আলোচনায় বলেন, নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনী জাতীয়তাবাদী আদর্শের অনুসারী ঢাকায় অবস্থানকারী সকল নেতৃবৃন্দকে একত্রিত করে চলমান আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় বিএনপির সাথে সমন্বয় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নির্যাতিত-নিপীড়িত নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় সাবেক সফল নির্বাচিত প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়া ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা বরকত উল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ শাহজাহান ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । দ্রুত সময় কার্যকরী করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top