নগর প্রতিবেদক ।।
বিএনপি-জামাতের অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি ৯ নভেম্বর সকাল ১১ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্ত্বরে সমাবেশ করে। সমাবেশ শেষে দলটি মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে ও জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনো পথ নেই। বিএনপি-জামাত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।