নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালী জেলা শহরে সোনাপুর থেকে মাইজদী বাজার পর্যন্ত প্রধান সড়কের নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তার নের্তৃত্বে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে। রবিবার সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে মাইজদী বাজার পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচিতে যোগদান করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান. সাবেক জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা সিএনজি কামাল কমিশনার ফখরুল ইসলাম, এডভোকেট আলতাফ হোসেন ও চেয়ারম্যানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে অবরোধ ও হরতালবিরোধী কর্মসূচি পালিত হয়।