গাজায় ইসরাইলী নির্বিচার গোলাবর্ষণ, হত্যাযজ্ঞ ও অবরোধের প্রতিবাদে রাজধানীতে জাসদের বিক্ষোভ মিছিল

jasod-2.jpg

নগর প্রতিবেদক।।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবিরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গতকাল ১২ অক্টোবর বৃহস্পতিবার, বিকাল ৪ টায় রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট, ইউরোপীয় দেশগুলি প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি জাসদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলির চলে যাও বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top