নোয়াখালী সরকারি কলেজের চার জন শিক্ষক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন

FB_IMG_1596529107516-1.jpg

নোয়াখালী সরকারি কলেজ

বুরহান উদ্দিন মুজাক্কির ।।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মূল পদের বিবেচনায় অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের সর্বশেষ পদ। এই পদে নতুন পদোন্নতি পায় ৬০৯ জন সহযোগী অধ্যাপক। গত ৩০ জুলাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
উক্ত পদোন্নতি প্রাপ্ত ৬০৯ জন সহযোগী অধ্যাপকের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের চার জন অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

তাঁরা হলেন, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খালেদ মামুন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.শহীদ উল্লাহ এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।

চারজন অধ্যাপক কে বিমুক্তি ও যোগদান কার্যক্রম সম্পাদনের এক পর্যায়ে শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন, নোয়াখালি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশাররফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top