কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সীমিত পরিসরে আজ ৬ জুলাই সোমবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতি প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন, শিক্ষকদের গবেষণা কাজে সহায়তা প্রদান, অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান, ল্যাবরেটরি, সেমিনার লাইব্রেরি, কেন্দ্রীয় লাইব্রেরিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষণাবেক্ষনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ জুলাই (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নীতিমালা অনুসরণ এবং কর্মস্থলে আগত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।