নগর প্রতিবেদক ।।
১০ ফেব্রুয়ারি রবিবার এক বিবৃতিতে শাহবাগে শান্তিপূর্ণভাবে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা আন্দোলনকারীদের উপর সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে বেধড়ক লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান দিয়ে গরম জল ছিটানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি । ১০ ফেব্রুয়ারি জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিবৃতি দেয়াহয়।
জাসদের বিবৃতিতে বলা হয়, গত জুলাই,আগস্টে রেজিম চেঞ্জের ‘মেটিক্যুলাসলি ডিজাইন্ড’ রাজনৈতিক আন্দোলনে প্রাথমিক শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, নারীদের ফ্রন্টলাইনে মানব ঢাল হিসাবে ব্যবহার করে এখন ব্যবহৃত টয়লেট টিস্যু পেপারের মত ছুড়ে ফেলা হচ্ছে। এখন সমাজের যে কোন অংশ থেকে বৈষম্যের অবসান ও ন্যায়বিচারের দাবি তুললেই তাদের উপর হিংস্র পশুর মত ঝাপিয়ে পরছে।