কোম্পানীগঞ্জে বাংলা‌দেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

com-pl.jpg

কোম্পানীগঞ্জ প্রতি‌নি‌ধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলা‌দেশ প্রাথমিক বিদ্যালয় কোম্পানীগঞ্জ শাখার সহকারী শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  দীর্ঘ ১৬বছর পর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় কোম্পানীগঞ্জ শাখার সহকারী শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয় আনন্দ উৎসবের আমেজে। ১২ ডিসেম্বর বৃহস্প‌তিবার বসুরহাট মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথ‌মিক শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাব কোম্পানীগঞ্জে উপজেলার সহকারী শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হয়।

অবাধ ও নিরপেক্ষ এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দক্ষিণ-পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বসুরহাট রামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুল ইসলাম।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

সহকারী শিক্ষকদের ভো‌টে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৯৬ জন।  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top