টিসিবি’র পণ্য বিক্রি (ফাইল ছবি)
নগর প্রতিনিধ ।।
ঈদের আগে বাজার দর নিয়ন্ত্রনে রাখার লক্ষে আজ রবিবার (১২ জুলাই) থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু করবে। টিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। টিসিবির ট্রাকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫২ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি নিতে পারবে। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবে। আজ শুরু হয়ে (শুক্র ও শনিবার ব্যতীত) টিসিবির পণ্য কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত। দেশব্যাপী ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলবে।
চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী ৩১ জুলাই অথবা ১লা আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রবিবার (১২ জুলাই) থেকে ন্যায্যমূল্যে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।