নোয়াখালী মেইল ডেস্ক ।।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অরাজক পরিস্থিতিকে কেন্দ্র করে নিত্যপণ্য দ্রব্যমূলে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা। মালবাহী গাড়ির কারনে সরবরবহে স্বল্পতা ও নিরাপত্তার অজুহাতে নিত্যপণ্য বাজার সাধারণের নাগালে বাহিরে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকারী দল ও প্রশাসনকে অতি দ্রুত উদ্যোগ নিতে অনুরোধ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের জাসদ দলীয় সংসদ সদস্যপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মকছুদের রহমান।
তিনি এক বার্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ও গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, নির্মম হলেও সত্য সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে দেশ বিরোধী একটি ষড়যন্ত্রকারী মহল শিক্ষার্থী ও পুলিশ-প্রশাসনকে মুখোমুখি করে রাজনৈতিক পায়দা আদায়ের নিল নকশা বাস্তবায়নের চেষ্টা করেছে। যা সরকার ইতোমধ্যে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
আর এই সংঘাতের সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অতিমাত্রায় বৃদ্ধির মধ্য দিয়ে আরো অর্থ দেশের বাইরে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। কথায় আছে- কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
একইভাবে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ ক্ষমতায় আসতে চায়, আরেকটি পক্ষ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের অর্থ দেশের বাইরে পাচার করতে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের একটি হলো- শিক্ষার্থীদের আন্দোলন থেকে ‘প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান।’
তিনি আরো বলেন, দেশের মানুষ চায় সত্যিকারের সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ। স্মার্ট দেশের সংজ্ঞায় বলা হচ্ছে- মানুষ সুখে থাকবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, খুন-গুম-অপরাধ-দুর্নীতি-সন্ত্রাস-সহিংসতা- নৈরাজ্যমুক্ত প্রতিটি মানুষ স্বাভাবিক জীবন-যাপন করবে; তার ১টি বিষয়ও এখন আমাদের দেশে নেই।
সহিংস সন্ত্রাস আর গ্যাস বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিহীন জীবন কতটা অসহনীয় তারই একটি নমুনা প্রত্যক্ষ করলে তথাকথিত স্মাট বাংলাদেশের জনগণ।
এরকম স্মার্ট বাংলাদেশের ধোঁয়া না তুলে আগে গণকল্যাণে কাজ করুন। দেশকে- দেশের মানুষকে অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তা দিন, শিক্ষা-খাদ্য-বস্ত্র-বাসস্থান ও স্বাভাবিক জীবনের গ্যারান্টি নিশ্চিত করুন।