আ স ম আবদুর রব’র নেতৃত্বে আবারো ‘গণতন্ত্র মঞ্চ’ নামে সাত দলের জোটের আত্মপ্রকাশ

rab.jpg

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে আ স ম আবদুর রব’র ‘গণতন্ত্র মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক ।।

জাতীয় নির্বাচন আসলেই নতুন নতুন নির্বাচনী জোট। এটা এখন আমাদের দেশে গতনুগতিক রীতিতে পরিনত হয়েছে। এরশাদ সরকারের পাতানো ৮৮ সালের নির্বাচনে সব বিরোধী দলকে ভোটের বাহিরে রেখে ৭৩ দলের জোট কপ নিয়ে তৎকালীন খন্ড জাসদ সভাপতি আসম আবদুর রব নির্বাচনে যান এবং বহুল আলোচিত বিরোধী দলীয় নেতা হন। রাজনৈতিক বিশ্লেষক ও নিন্দুকদের ভাষায় গৃহপালিত বিরোধীদলীয় নেতা। আবারো কী একই পদেই হাটঁছেন বাংলােশের রাজনীতিতে বহুল আলোচিত সমালোচিত নেতা আসম আবদুর রব।

গত সোমবার ৮ আগস্ট দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আ স ম আবদুর রব’র এই জোট আত্মপ্রকাশ ঘোষণা করেন। আ স ম আবদুর রব’র এই জোট আপাতত সাত দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’ নামে আত্মপ্রকাশ করেছে।

জোটভুক্ত দলগুলো হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জোটের প্রধান সমন্বয়ক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এই মঞ্চের ঘোষণা দেন।

এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম জোট ১৫ দলীয় জোটের অন্যতম সংগঠক তৎকালীন খন্ড জাসদ সভাপতি আ স ম আবদুর রব জোট রাজনীতিতে প্রবেশের পর থেকে প্রতিটি জাীয় নির্বাচনের পূর্বে হয় জোট গড়েছেন না হয় জোটে শরিক হয়েছেন। তবে প্রথম ১৫ দলীয় জোটে সুবিধা করতে না পেরে পরে ১৮০ ডিগ্রী ঘুরে পুরো উল্টো দিকে যেয়ে এরশাদের ৯ বছরের শাসনামলের সহায়ক শক্তি হিসাবে পাশে ছলেন। ১৯৮৮ সালের সংসদের বিরোধীদলীয় নেতা হন।

১৫ দলের পর ৭৩ দলের কপ, ৯৬তে আওয়মীলীর ঐক্যমত্যের সরকরের মন্ত্রী,২০০৮ সালে ৩ দলের যুক্তফ্রন্ট, ২০১৮ সালে জামায়াত বিএনপির সাথে যুক্তফ্রন্ট করে ধানের শীষে ভোট করেন। এবার ক্ষমতার অংশীদার হতে উম্মুখ কিছু নাম সর্বস্ব দল নিয়ে গণতন্ত্র মঞ্চ। দেশের রাজনৈতিক বিশ্লষকরা এবারো আ স ম আবদুর রব’র নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ নিয়ে ৮৮’র আভাস পাচ্ছেন।

দেশের রাজনৈতিক বিশ্লষকরা মনে করছেন নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি যখন রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে আ স ম আবদুর রব’র ‘গণতন্ত্র মঞ্চ কী বিএনপির জন্য সহায়ক কিছু নাকি আবারো বিএনপিকে নির্বাচনী ট্রেন থেকে নামিয় দিয়ে ৮৮ সালের মতো গৃহপালিত বিরোধীদলীয় নেতা হওয়ার নতুন নাটক করতে আ স ম আবদুর রব’র ‘গণতন্ত্র মঞ্চ।

৮ আগস্ট সোমবারের আ স ম আবদুর রব’র ‘গণতন্ত্র মঞ্চ ঘোষণার সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মঞ্চ গঠিত হয়েছে। রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকারব্যবস্থা নিয়ে মঞ্চের সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাবসহ দাবি রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাউয়ূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top