নোয়াখালী প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ৪ জুন শনিবার বিকেল ৫টার সময় কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শনী করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ করেন, এবং পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল আবারও ৭৫ এর ঘটনা ঘটানোর পায়তারা করতেছেন। রাজাকার দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
অন্যদিকে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।