কোম্পানীগঞ্জে ভোট উৎসবের জয়-পরাজয় আওয়ামী লীগের

cc.jpg

বসুরহাট পৌর নির্বাচনের পর এবার কোম্পানীগঞ্জের ইউপি নির্বাচনে ভোট উৎসব হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।

কোম্পানীগঞ্জের চর পার্বর্তীর ও চরকাঁকড়ার অনাকাঙ্খিত ঘটনা বাদ দিলে এবারের কোম্পানীগঞ্জের ইউপি নির্বাচন মানুষ তার মনের মতো করে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখলী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের ৭টিতে আওয়ামী লীগ ১ টিতে জামায়াত ইসলাম সমর্থিত চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

এবারে কোম্পানীগঞ্জের ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের খন্ডিত দ’টি অংশ নির্বাচনে অংশ গ্রহণ করেছে। দুই অংশের থেকে আট ইউনিয়নে আলাদা আলাদা প্রার্থী দেওয়া হয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত একটি অংশ এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত আরেকটি অংশ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবদুল কাদের মির্জা সমর্থিত চেয়ারম্যন নির্বাচিত হয়েছে, ১নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ৩নং চর হাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী এবং মিজানুর রহমান বাদল সমর্থিত চেয়ারম্যন নির্বাচিত হয়েছে, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে হানিফ সবুজ, ৫নং চর ফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৮নং চর এলাহি ইউনিয়নে আবদুর রাজ্জাক শুধুমাত্র ২নং চর পার্বতী ইউনিয়নে জামায়াত ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জে নির্বাচনী উৎসব আনন্দে নোয়াখালী মেইল প্রতিনিধিকে এক ভোটর বলেন, আমরা খুশি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে কোম্পানীগঞ্জের কোন নির্বাচনে ভোট চুরি করে আর কাউকে চেয়ারম্যান মেম্বার হতে দেওয়া হবেনা।

বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জবাসীর সাথে ওয়াদা করেছিলেন, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিবো। মেয়র তার প্রদত্ত কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন।

কোম্পানীগঞ্জের  চেয়াম্যান এবং মেম্বার এবার ফেয়ার এলেকশনে যে যার যোগ্যতামত জয় পেয়েছে। আপরদিকে পরাজিতদেরকেও বাঁকা চোখে দেখার কোন সুযোগ নেই। কারন তারা আগারতলা আর উগিরতলার মত হারেনি। যেমন জয়ী প্রার্থী পেয়েছে ৫০০ ভোট আর বিজয়ী প্রার্থী পেয়েছে ৫০ ভোট, এরকম তফাৎ হয়নি। প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড়ের জয়ী বিজয়ী প্রার্থীরা একজনে আরেকজনের খুব কাছাকাছি পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছে, জয় পেয়েছেন। সুতারাং চেয়ারম্যান মেম্বার প্রত্যেকে যারা জিতেছে বা হেরেছে প্রত্যেকে নিজ জনপদের বা এলাকার বিশাল একটা অংশের মানুষ তাদেরকে ভালোবাসে বা পছন্দ করে। এইটা জয়ী চেয়ারম্যান বা মেম্বারকে বুঝতে হবে। ভালো না বাসলে এতো ভোট তারা কিভাবে পেয়েছে তা অনুমান করুন। জয়ীদেরকে তুলনামুলক কিছু মানুষ বা ভোটার বেশী পছন্দ করেছে। তাই তারা জয়ী হয়েছে।

ফলে পরাজিতদেরকে কটাক্ষ বা অবমূল্যায়ন করার কোন সুযোগ নেই। কারণ এবারের নির্বাচন জিয়া এরশাদ আর খালেদার আমলের মতো নির্বাচন নয়। আপনার আমার প্রচন্দমতো নয় ভোটারদের প্রচন্দে তারা কেউ চেয়ারম্যান কেউ মেম্বার হয়েছেন। তাই কোন পরাজিত প্রার্থীর কষ্টের মহুর্তে কাটা গায়ে লবণ ছিটাবেন না।

মানুষ সামাজিক জীব। সমাজের পক্ষ বিপক্ষ থাকবেই। তেমনে নির্বাচনে জয় পরাজয় থাকবে। জয়ীরা আপনার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে সুন্দর আচরণ করুন। তাদের প্রতি সহমর্মিতা জানান। তবেই আপনি ভালো মানুষ। আপনার পছন্দের প্রার্থী চেয়ারম্যান বা মেম্বার হয়েছে তার মানে আপনি সফল এমনটা নয়। চেয়ারম্যান বা মেম্বার সবাই এদেশের আইন মেনেই নির্বাচন করে নির্বাচিত হয়েছেন এবং দেশের আইন কানুন মেনেই তাদের জনসেবা পরিচালনা করবেন। আপনি শাসক নয় সেবক। এক কথায় আপনি নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো আরকি। সুতারাং সবাই সবার সাথে মিলেমিশে চলুন, একসাথে বিজয় উদযাপন করুন। সকল বিজয়ী চেয়ারম্যান মেম্বারদের প্রতি রইলো আমাদের অভিনন্দন।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জের ৭ম ধাপে অনুষ্ঠিতব্য ৮ ইউনিয়নে এবারের নির্বাচনে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮ ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top