নোয়াখালী প্রতিনিধি ।।
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। বুধবার(২৩ আগষ্ট) বিকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার এওজবালিয়া ইউনিয়নের তিনটি স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানগুলো পরিচালনা করা হয়। চলমান অভিযানে ঘটনার স্থলে বালু উত্তোলনে জড়িত যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসার টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, অভিযানে তিনটি স্থানে পাঁচটি ড্রেজার মেশিন ও যন্ত্রপাতি বিনষ্ট করা হয়েছে। অভিযান চলাকালীন সময় সহযোগিতা করেন নোয়াখালী জেলা আনসার ব্যাটালিয়ন