কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ।।
অপরাধ দমনে নোয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। রবিবার (১৯ জুলাই) সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সস্থ শহীদ মঈনুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় ফেব্রুয়ারী ২০২০ মাসে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।
ওসি আরিফুর রহমান হোম কোয়ারেন্টিনে থাকায় তার পক্ষে সার্টিফিকেট গ্রহন করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রবিউল হক। জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।