বামপন্থি প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ প্রয়াসে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্দলীয় রূপে পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, যে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত ব্যক্তিদের পদত্যাগের মাধ্যমে সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। ২৫ অক্টোব শনিবার শেষ হওয়া সিপিবির তিন দিনের কেন্দ্রীয় কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়।
সভায় জাতীয় নির্বাচনে সিপিবি, তার নেতৃত্বাধীন জোটসহ বামপন্থি, গণতান্ত্রিক প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ প্রয়াসে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া হয়। ‘জনতার সনদ’ প্রণয়ন ও সেই অঙ্গীকার নিয়ে সিপিবি সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে সাংগঠনিক কাজ ও জোরদার রাজনৈতিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সভায় রাজনৈতিক প্রতিবেদন তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। কেন্দ্রীয় কমিটির সদস্যদের আলোচনার মধ্য দিয়ে প্রতিবেদন গৃহীত হয়।
সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ , পরেশ কর, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, ডা. দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত প্রমুখ।
এ সময় আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ সফল করতে দেশবাসীকে আহ্বান জানানো হয়। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
