ঢাকা ১০ আসনে এবি পার্টির মনোনয়ন পেলেন নোয়াখালীর মেয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি

564008973_10239849579443382_1914647010476964990_n.jpg

মিয়া মোহাম্মদ মাকছুদ ।।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০০ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।গতকাল ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স টাওয়ার অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রাথমিকভাবে মনোনীত শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ঢাকা ১০ আসনে দলের মনোনয়ন পেলেন। নোয়াখালীর মেয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি একজন আইনজীবী ও মেট্টো হোমস-এর ডিএমডি।

ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি একজন সক্রিয় সার্বক্ষনিক রাজনৈতিক নেতৃত্ব। তিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) র যুগ্ম সাধারণ সম্পাদক এবং দলটির আন্তর্জাতিক বিষয় দেখেন।

সংবাদ সম্মেলনে দলের সভাপি মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। আমরা দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনো জনমনে সন্দেহ ও সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে, তাতে অন্তর্বর্তী সরকারকে আরও মজবুত ভূমিকা নেওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি, সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।

এবি পার্টি আগামী নির্বাচনে কোনো জোটে যাবে কিনা এ প্রসঙ্গে মঞ্জু জানান, দলগতভাবে সর্বোচ্চসংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে এবি পার্টি। পাশাপাশি একটি মধ্যপন্থি জোট গঠনের প্রচেষ্টা চলমান থাকবে। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top