বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু-পিন্টু পরিষদ পূর্ণ প‍্যানেলে বিজয়ী

555449248_10162433893867886_3307603820761131762_n.jpg

আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন‍্যতম বৃহৎ সামাজিক সংগঠন “দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন ২০২৫ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহিদ মিন্টু-মাইনউদ্দিন পিন্টুর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প‍্যানেলে বিজয়ী হয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল মিন্টু-পিন্টু পরিষদকে বিজয়ী ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের সদস‍্যবৃন্দ, প্রার্থী, সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী চার বছরের জন‍্য (২০২৬-২০৩০) নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি পদে জাহিদ মিন্টু, সহ-সভাপতি পদে তাজু মিয়া ও এনামুল হক রুমি, সাধারণ সম্পাদক পদে এ এস এম মাইনউদ্দিন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে ছালেহ আহমেদ চৌধুরী রুবেল, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক পদে মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মুহাম্মদ মন্জুরুল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ রেজাউল হক, কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ারুল আজিম, হাসানুজ্জামান, এ এস এম মাইনউদ্দিন, মাহমুদুল হক ও ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার সময় বক্তব‍্য রাখেন সোসাইটির বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি তাজু মিয়া, নির্বাচন কমিশনার ফারুক আহম্মেদ, অধ‍্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান, মোস্তাক মোশারফ প্রমুখ।

এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু ও সেক্রেটারি এ এস এম মাইনউদ্দিন পিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top