বৃষ্টি ঢাকার বায়ুদূষণ কমিয়েছে , আজকে ঢাকার অবস্থান ২৯তম

Wd-NM24.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ২৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার একিউআই (বায়ু মান সূচক) স্কোর দাঁড়িয়েছে ৭৭, যা বিশ্বে বায়ুদূষণের দিক থেকে শহরটিকে ২৯তম অবস্থানে রেখেছে। এই স্কোর ‘মাঝারি’ ক্যাটাগরিতে পড়ে, যা তুলনামূলকভাবে সহনীয় হলেও স্পষ্ট ইঙ্গিত দেয় যে ঢাকার বায়ু এখনও পুরোপুরি নিরাপদ নয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও এই সংকটের বাইরে নয়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে রাজধানীর বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৭৩। এরপর যথাক্রমে রয়েছে উগান্ডার কামপালা (১৭২), বাহরাইনের মানামা (১৭১), কাতারের দোহা (১৭১) এবং কঙ্গোর কিনশাসা (১৬৯)।

বায়ুমান সূচকে
০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকায় বৃষ্টির কারণে বাতাসে ভাসমান ধুলিকণা ও ক্ষতিকর গ্যাসের মাত্রা সাময়িকভাবে কমেছে, যা একিউআই স্কোরে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উন্নতি ক্ষণস্থায়ী, যদি না শহরের দূষণের মূল কারণ- যানজট, নির্মাণকাজ, শিল্পবর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ করা না যায়।

যদিও বর্তমান একিউআই তুলনামূলকভাবে ভালো, তবু সকাল-সন্ধ্যা বাইরে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য।

ঢাকার বায়ু বহু বছর ধরেই শীত মৌসুমে চরমভাবে দূষিত হয়ে ওঠে, যখন ধুলিকণা ও ধোঁয়ার ঘনত্ব বেড়ে যায়। বর্ষাকাল কিছুটা স্বস্তি দিলেও, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া দূষণ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মত নগর পরিকল্পনাবিদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top