কোম্পানীগঞ্জ প্রতিনিধি ।।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা নোয়াখালী ৫ আসনে বিএনপির মনোনয়ন উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
১৯ জুলাই শনিবার বিকেলে হাসপাতাল রোডের বিএনপি নেতা ফখরুল ইসলামের নিজস্ব বাসভবনের সামনে থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রদান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিএনপি নেতা ফখরুল ইসলামের ১৯ জুলাই শনিবারের এই প্রতিবাদ মিছিলটিতে যেন কোম্পানীগঞ্জবাসী ঢল নামে। দীর্ঘসারীর মিছিলটি বসুরহাট বাজারের প্রদান সড়কগুলো প্রদক্ষিণের সময়ে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুখ জনতার করতালি ছিলো লক্ষ্নীয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও শিল্পপতি ফখরুল ইসলাম। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি প্রমাণ করে ফখরুল ইসলামের পিছনে নোয়াখালী ৫ আসনের বিএনপি ও জনগণ আছে।
সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দল সামান্য বাতাসে হেলে পড়ার মতো নয়। বিএনপিকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে অনেক ফাঁদ পাতা থাকে। এসব ফাঁদে পা দিলে চলবে না। জাতীয় নির্বাচন পেছাতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের বস্তুনিষ্ঠভাবে সত্য তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জউপজেলা বিএনপির নেতা আফতাব আহমেদ বাচ্চু, এম আনিসুল হক, কাজী একরামুল হক, একরামুল হক মিলন, যুবদল নেতা মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহিন, ছাত্রদল নেতা আজিজ আযমীর, মহিন উদ্দিন ছোটনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।