কোম্পানীগঞ্জে রামপুরে যুব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

NM-24.jpg

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  ।।

নোয়াখারী কোম্পানীগঞ্জে রামপুরে যুব বিভাগ কর্তৃক আয়োজিত শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা বামনী পূর্ব বাজার ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকায় যুব ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়।

রামপুর ইউনিয়ন যুব  ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি আবদুর রহমান তানভীরের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুব ক্রিকেট টুর্নামেন্ট সেক্রেটারী রবিউল হোসেন ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেন, উপজেলা জামায়েত শূরা ও কর্ম পরিষদ সদস্য ইমাম উদ্দিন পেয়ার, উপজেলা যুব বিভাগ সভাপতি নুর আলম ফয়সাল, রামপুর জামায়েত সেক্রেটারী মাস্টার জাকির হোসেন, সৌদি প্রবাসী ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মঞ্জুর সোহাগ।

আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন যুব বিভাগ সহ সভাপতি হাফেজ জুনায়েত ইকবাল, বায়তুল মাল সম্পাদক রিয়াদুল ইসলাম,অফিস সম্পাদক আমানত হোসেন সাজিদ, সাহিত্য সম্পাদক বেলায়েত হোসেন ফরহাদসহ বিভিন্ন ওয়ার্ড যুব বিভাগ দায়িত্বশীলবৃন্দ। এছাড়াও ইউনিয়ন ওয়ার্ড জামায়ায়েতের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় প্রতি টিমে ৮ জনের অংশগ্রহণে মোট ৮ টি দল পরস্পর মোকাবিলা করে। ফাইনাল খেলায় ২ নং ওয়ার্ড চ্যাম্পিয়নশীপ অর্জন করে ও ৩ নং ওয়ার্ড রানার্সআপ জয় লাভ করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী, স্কোর বোর্ড ম্যানেজমেন্ট, ধারাভাষ্যকার, ও সেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top