যথাসময়েই ইজতেমা, প্রস্তুতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

tt.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়েই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ১৭ জানুয়ারি শুক্রবার বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হবে বলে জানান তিনি।

বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, নামাজের কাতার, খুঁটি স্থাপন, সামিয়ানা টাঙানোসহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত সময়েই সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

এ বছর প্রথম ধাপে শুরায়ি নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগের দেওয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top