দাগনভূঞায় ইসলামী মহা সম্মেলনে কাবা শরিফের ইমাম শায়েখ ড. হাসান বোখারী

kaba-emam.jpg

মোহাম্মদ আলমগীর ননী ।।

ফেনীর দাগনভূঞা উপজেলার রগুনাথ পুর গ্রামে ইসলামী মহা সম্মেলনে এসেছেন পবিত্র কাবা শরীফের ইমাম শায়েখ ড. হাসান বোখারী। তিনি ১৭ জানুয়ারি শুক্রবার লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে জুমার নামাজের ইমামতি করেছেন।

রগুনাথ পুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার আয়োজিত দুইদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবারের প্রধান অতিথির আসনে ছিলেন ড. হাসান বোখারী। পবিত্র কাবা শরীফের ইমাম জুমার নামাজ পড়াবেন। এ খবরে দাগনভূঞার পাশে সেনবাগ কোম্পানীগঞ্জ, লাঙ্গলকোট এবং ফেনী সদর উপজেলার হাজার হাজার মানুষ এসেছেন কাবা শরীফের ইমামের পিছনে পবিত্র জুমারর নামাজ আদায় করতে।

এছাড়াও উক্ত  ইসলামী মহা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পবিত্র হারাম শরীফের মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস সেহলী, ভারতের দেওবন্দ হুজুর শায়েখ আফজাল কাইমুরী, শানে সাহাবায়ে খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার, আন্তর্জাতিক কেরাত সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানি।

উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা সালা উদ্দিন জাহাঙ্গীর এর সার্বিক তত্বাবধানে সম্মেলনের সভাপতিত্ব করেন মুফতি আহমাদুল্লাহ কাসেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top