মোহাম্মদ আলমগীর ননী ।।
দাগনভূঞার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলোনীয়া হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ। ৯ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ে দায়িত্ব গ্রহন অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী,দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম,ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুদ রানা, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী,গ্রামীণ ব্যাংকের (অব:) এজিএম আবুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব, দাগনভূহা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এম কামাল হোসেন,স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন।