ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় উপদেষ্টা কমিটি

Bai.jpg

নিজস্ব প্রতিবেদক ।।

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। গতকাল রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পরিষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুর জাহান বেগমকে আহ্বায়ক করা হয়। অন্য দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কমিটির কার্যপরিধির ব্যাপারে বলা হয়, ফাহিমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা ও পরিবীক্ষণ, প্রয়োজনে সদস্য সমন্বয় ও সভা করতে পারবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top