বুধ থেকে শনি ১৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ

72-karfew.jpg

রাজধানীতে সেনাবাহিনীর টহল। (ফাইল ছবি)

নগর প্রতিবেদক ।।

বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এ নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এ কারণে কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে। অন্যান্য জেলায় কারফিউ শিথিলের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক সময়সীমা নির্ধারণ করবেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। একইসঙ্গে সরকার কারফিউ জারি করে। গত রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আগামীকাল বুধবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসও স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top